কেন্দ্রে প্রবেশ করছেন চবির ‘বি’ ইউনিটের ভর্তিচ্ছুরা © টিডিসি ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। এবার কলা অনুষদভুক্ত এই ইউনিটে ভর্তি হতে আসন প্রতি লড়বেন ১০০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আজ সকাল ১০ টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায় ভর্তিচ্ছুদের।
বেলা ১১টায় ওএমআর শিট দেওয়া হবে এবং বেলা ১১টা ১৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১২টা ১৫ মিনিটে। এ বছর ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী পদ্ধতিতে (এমসিকিউ) ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এই উপ- ইউনিটে ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটে (নাট্যকলা, চারুকলা, আরবি, ইসলামিক স্টাডিজ, পালি ও সংগীত বিভাগ ছাড়া) মোট সাধারণ ৬৯০টি। এই ইউনিটে আবেদন করেছেন ৬৯ হাজার ২৮৯ শিক্ষার্থী।
গতবারের মতো এবারও তিনটি বিভাগীয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩৩ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিবেন ২১ হাজার ৫৭৫ জন শিক্ষার্থী। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে ১৪ হাজার ৩১৫ জন শিক্ষার্থী।
ভর্তি যোগ্যতা
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটে আবেদনের জন্য মানবিক বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ নির্ধারণ করা হয় ৬ দশমিক ৫। গত বছর দুটি মিলিয়ে ছিল ৭। এই ইউনিটে বিজ্ঞান ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ এ বছর ৭ আর গত বছর ৭ দশমিক ৫ নির্ধারিত ছিল।
পরীক্ষার মানবণ্টন
সব ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের। এর মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা। এ বছর ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে ২০ নম্বর যুক্ত হবে না। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ৪০ নম্বর থাকবে। পাস করতে হলে আলাদাভাবে বাংলায় ন্যূনতম ৭, ইংরেজিতে ৬ ও সাধারণ জ্ঞানে ১৩ নম্বর পেতে হবে।