কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

০৩ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ AM
কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের লোগো

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শনিবার (৩ ডিসেম্বর)। এদিন বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুরুর এক ঘণ্টা আগেই নিজ কেন্দ্রের নির্ধারিত কক্ষে উপস্থিত থাকতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

এবারের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৭০১ আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ২২৮ শিক্ষার্থী। গড়ে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন প্রায় ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এদিকে পরীক্ষা কেন্দ্র করে পরিক্ষার্থী ও পরিদর্শকদের জন্য নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক নোটিশে এসব নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ২ জেলায়

এতে বলা হয়, কালো কালির বলপেন দ্বারা ওএম‌আর শিটের যাবতীয় লেখা ও বৃত্ত ভরাট করতে হবে। রোল, পিন ও সেট কোড লিখে সংশ্লিষ্ট বৃত্ত ভরাটে কোনো প্রকার ঘষামাজা বা ভাঁজ হলে খাতা বাতিল বলে গণ্য হবে। পরীক্ষার হলে প্রবেশপত্র ব্যতীত কোনো কাগজ, পেনসিল, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ঘড়ি, ব্লু-টুথ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।

পরীক্ষার সময় ১ ঘণ্টা, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষা শেষে ব্যবহৃত ওএমআর শিট পরিদর্শক কর্তৃক বুঝে না পাওয়া পর্যন্ত পরীক্ষার্থীরা নিজ নিজ আসনে বসে থাকবে। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীর দুই কান খোলা রাখতে হবে এবং মাস্ক পড়া যাবে না।

এছাড়াও পরিদর্শকদের জন্য বেশ কিছু নির্দেশনা সেই নোটিশে দেওয়া হয়েছে।

কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

জামায়াতের আরও এক প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাবির ব্যবসায় ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাবির ব্যবসায় ইউনিটের ফল প্রকাশ, ৯০ শতাংশই ফেল
  • ০৪ জানুয়ারি ২০২৬
দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির…
  • ০৪ জানুয়ারি ২০২৬
প্রতি রিফ্রেশেই ফলোয়ার হারাচ্ছে কলকাতা
  • ০৪ জানুয়ারি ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, পদ ২৩, আবে…
  • ০৪ জানুয়ারি ২০২৬