জাবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বর মাসের ২১ থেকে ৩১ তারিখে অনুষ্ঠিত হবে। বুধবার (১২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী রেজা বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আজকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ডিসেম্বর মাসের ২১ থেকে ৩১ তারিখ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষা পূর্বের বছরের মতই ইউনিট ভিত্তিক অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। প্রথমবারের মতো এবার ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে আয়োজনের কথা থাকলেও টেকনিক্যাল কিছু কারণে সবগুলো পরীক্ষা বিশ্বিবদ্যালয়েই অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, গতবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেইউ-আইবিএসহ মোট সাতটি ইউনিটে অনুষ্ঠিত হয়েছিল। 'এ' ইউনিটের অন্তর্ভুক্ত গানিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ, 'বি' ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ, 'সি' ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, নাকট ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগ 'সি১' ইউনিটের অধীনে, 'ডি' ইউনিটের অন্তর্ভুক্ত জীববিজ্ঞান অনুষদ ও 'ই' ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!