ঢাবিতে ভর্তি: ৭ দিনে সোয়া লাখ আবেদন, কোন ইউনিটে কত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৫০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরুর পর সাতদিন পার হয়েছে। গত ২৯ অক্টোবর বেলা ১২টায় এ প্রক্রিয়া শুরুর পর এক সপ্তাহে এক লাখ ১৯ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে।
অনলাইন ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। গত ২০ অক্টোবর ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজারের বেশি আবেদন পড়েছে। এর মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৪৩ হাজার, বিজ্ঞান ইউনিটে ৫৩ হাজার, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১৫ হাজার’ চারুকলা ইউনিটে ২ হাজার ১০০ এবং আইবিএ ইউনিটের জন্য ৪ হাজার ৭০০ জনের বেশি আবেদন করেছেন।
এবার শিক্ষার্থীরা তেমন কোনও টেকনিক্যাল সমস্যায় পড়ছেন না জানিয়ে তিনি বলেন, ‘এবার তেমন কোনও সমস্যা নেই। তবে শুরুর দিকে অনেকে একসঙ্গে আবেদন করার চেষ্টা করায় কিছুটা স্লো হয়েছিল। এর পাশাপাশি দুই-একজনের পেমেন্টে সমস্যা হয়েছে। সেগুলো সমাধান করে দেওয়া হয়েছে। এর বাইরে কোনও সমস্যা নেই।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তারাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
ভর্তি প্রার্থীরা ১৬ নভেম্বর (রবিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১ হাজার ৫০ টাকা। চারটি রাষ্ট্রায়ত্ব বানিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যে কোন শাখায় অথবা অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিবে।
আরও পড়ুন: বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে : হাইকোর্ট
ভর্তি পরীক্ষার সময়সূচি
সময়সূচি অনুযায়ী ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর (শনিবার), ‘বিজ্ঞান ইউনিট’ ২০ ডিসেম্বর (শনিবার), ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ ৬ ডিসেম্বর (শনিবার) এবং ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) আগামী ২৯ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।
সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়াও আইবিএ ইউনিট-এর ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেওয়া হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
পরীক্ষার কেন্দ্র
চারুকলা ইউনিট ও আইবিএ ইউনিট ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ/কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
আবেদন কীভাবে করবেন শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) আবেদন করতে পারবেন। লগইন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার তথ্য দিতে হবে।