নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ২৯ নভেম্বর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৪:২৭ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ০১:১৫ PM
২০২৫ শিক্ষাবর্ষে স্প্রিং সেশনের স্নাতক প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আবেদনের শেষ সময় ২৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি বছরের ২৬ নভেম্বর সকাল ১০টায়।
যেসব প্রোগ্রামে আবেদন করা যাবে- বিবিএ, অর্থনীতি, সিএসই, ইইই, আর্কিটেকচার, সিভিল এবং পরিবেশ। ইঞ্জিনিয়ারিং, বিফার্ম প্রফেশনাল, বায়োকেমিস্ট্রি এবং বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, এলএলবি, ইংরেজি, এবং মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম।
যেসব সুবিধা পাবেন: ভর্তি পরীক্ষায় সেরা দশ স্কোরারদের ১০০% মেধা বৃত্তি এবং ৭৫% পর্যন্ত ১০০ জন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেয়া হবে। এছাড়াও যোগ্যতা অনুযায়ী বিশেষ বৃত্তি দেওয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আবেদন করতে ক্লিক করুন এখানে।