ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন কত?

২৩ আগস্ট ২০২৫, ১১:০৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
ইডেন কলেজ কেন্দ্র

ইডেন কলেজ কেন্দ্র © টিডিসি ফটো

 ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির (প্রস্তাবিত) প্রথমবারের মতো বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এই ইউনিটে আসন প্রতি ভর্তিযুদ্ধে লড়বেন ৬.৫১ জন ভর্তিচ্ছু। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী চার বছর মেয়াদী অনার্স কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ভর্তি  কমিটি সূত্রে জানা গেছে, বিজ্ঞান অনুষদে ৪ হাজার ৭৯৫ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩১ হাজার ২১৬ জন পরীক্ষার্থী। সেই হিসাবে এই ইউনিটে আসন প্রতি লড়বেন ৬.৫১ জন শিক্ষার্থী। এ ইউনিটে প্রবেশপত্র ডাউনলোড করেছে ৩০ হাজার ১৬০ জন শিক্ষার্থী। 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পরীক্ষা কেন্দ্রগুলোর নিকটবর্তী থানার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। সার্বিক নিরাপত্তায় তারা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আমাদের শিক্ষার্থীরাও স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করবে। আমরা আশাবাদী, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হবে।’

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে ইউজিসির চেয়ারম্যান ফয়েজ উদ্দিন বলেন, প্রস্তাবিত সেন্ট্রাল ইউনির্ভাসিটির ভর্তি পরীক্ষা খুব সুষ্টু ও সুন্দরভাবে,  সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতে সুন্দর হবে আশা করছি। একটি মডেল বিশ্ববিদ্যালয় হবে। অতি দ্রুত সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার বিষয়ে কাছ চলছে।

ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। ভর্তি প্রার্থীর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা যাবে। পরীক্ষায় বাংলা ও ইংরেজী বিষয়ের জন্য ৫০ নম্বর ও সাধারণ জ্ঞান থেকে ৫০ নম্বারের প্রশ্ন থাকবে। মেধা তালিকায় প্রস্তুতির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর বিবেচনা করা হবে। 

ইউনির্ভাসিটির অন্তবর্তী প্রশাসন সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের( বুয়েট) টেকনিক্যাল টিম। ভর্তি পরীক্ষার ফলাফল ২ থেকে ৩ দিনের মধ্যে অনলাইন প্রকাশ করা হবে। 

ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর ও বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনির্ভাসিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সাতটি কলেজের অভ্যন্তরে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। 

 

আসন সমঝোতা নিয়ে জামায়াতসহ ১১ দলের যৌথ সংবাদ সম্মেলন বিকেলে
  • ১৪ জানুয়ারি ২০২৬
সীমান্তে আটক বাংলাদেশি নারী ও শিশুকে ফেরত দিল বিএসএফ
  • ১৪ জানুয়ারি ২০২৬
বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের, শীর্ষে কারা
  • ১৪ জানুয়ারি ২০২৬
নির্বাচন ও গণভোট নিয়ে অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে ইইউ প্রতিনি…
  • ১৪ জানুয়ারি ২০২৬
চাঁদা দাবি করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেত…
  • ১৪ জানুয়ারি ২০২৬
কোর্স ফি ‘বৃদ্ধির’ প্রতিবাদে মধ্যরাতে খুবিতে বিক্ষোভ, ছাত্র…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9