ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন কত?

২২ আগস্ট ২০২৫, ১০:০৪ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৫:৫৫ PM
ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটি

ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটি © টিডিসি সম্পাদিত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ বা ‘খ’ ইউনিটের এ পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু করেছে ইউনির্ভাসিটির অন্তবর্তী প্রশাসন। এই ইউনিটে আসন প্রতি ভর্তিযুদ্ধে লড়বেন ৬ জন পরীক্ষার্থী।  

শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী চার বছর মেয়াদী অনার্স কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৪৪৯৮ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪০৯৪ জন পরীক্ষার্থী। সেই হিসাবে এই ইউনিটে আসন প্রতি লড়বেন ৫ দশমিক ৩৬ জন শিক্ষার্থী। তবে পূর্বে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক রিফান্ড আবেদনকারীর সংখ্যা ৮৯০ জন। 

ভর্তি পরীক্ষায় MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বার কাটা যাবে। পরীক্ষায় বাংলা ও ইংরেজী বিষয়ের জন্য ৫০ নম্বর ও সাধারণ জ্ঞান থেকে ৫০ নম্বারের প্রশ্ন থাকবে। মেধা তালিকায় প্রস্তুতির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর বিবেচনা করা হবে। 

ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির অন্তবর্তী প্রশাসন সূত্রে জানা যায়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর ও বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনির্ভাসিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সাতটি কলেজের অভ্যন্তরে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সার্বিক তত্ত্বাবধানের জন্য অন্তবর্তীকালীন প্রশাসনের পাশাপাশি ইউজিসি টিম ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে পরিদর্শন করবেন বলে জানা গেছে। 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পরীক্ষা কেন্দ্রগুলোর নিকটবর্তী থানার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। সার্বিক নিরাপত্তায় তারা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আমাদের শিক্ষার্থীরাও স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করবে। আমরা আশাবাদী, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হবে।’

ঢাবিতে হলের ছাদে গাঁজা সেবনের সময় ছাত্রদলকর্মীসহ আটক ৪
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল প্রধান শিক্ষকের
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাউফলে নির্বাচন ঘিরে সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9