শতভাগ আসনে ভর্তি সম্পন্ন করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সফলভাবে শেষ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। সব ইউনিট ও বিভাগে শতভাগ আসনে শিক্ষার্থী ভর্তি হওয়ায় একে ‘বিরল সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় উপাচার্য লেখেন, `আলহামদুলিল্লাহ। সকল বিভাগের সকল আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ এক বিরল সাফল্য।’ তিনি বিশ্ববিদ্যালয়ের এ অর্জনে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার পাঁচটি ইউনিট এ, বি, সি, ডি ও ই মিলিয়ে মোট ২ হাজার ৮১৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এতে অংশগ্রহণের জন্য আবেদন করেন ১ লাখ ৯৩ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী। চূড়ান্তভাবে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান প্রায় ৪০ হাজার শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা শুরু হয় ৩১ জানুয়ারি এবং শেষ হয় ২৮ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, ভর্তি কার্যক্রম শেষে গত ২২ জুন থেকেই নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে। শতভাগ ভর্তি এবং সময়মতো ক্লাস শুরুকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের প্রতি আস্থা ও জবির ক্রমোন্নতির প্রতিফলন হিসেবে দেখছেন।


সর্বশেষ সংবাদ