কৃষি গুচ্ছের ৫ বিশ্ববিদ্যালয়ে আসন শূন্য, অপেক্ষমান থেকে মেধাতালিকা প্রকাশ

কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়
কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঁচটিতে আসন শূন্য রয়েছে। এসব আসনে ভর্তির জন্য অপেক্ষমাণ ভর্তিচ্ছুদের মধ্য থেকে নতুন মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। রবিবার (৬ জুলাই) এ তালিকা প্রকাশের আগে সপ্তম অটোমাইগ্রেশন শেষ হয়ছে।

রবিবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ৭ম অটোমাইগ্রেশন শেষ করা হয়। এরপর শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি/বিষয় পছন্দক্রম অনুসারে ফলাফল প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীর ৬৩ শতাংশ স্কুলে নেই যৌন হয়রানি প্রতিরোধ কমিটি

আসন শূন্য থাকা পাঁচ বিশ্ববিদ্যালয় হলো, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষিগুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তালিকা দেখা যাবে। নতুন মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ