হাবিপ্রবির অটোমাইগ্রেশন বন্ধ আজকের মধ্যে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১০:১৮ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ১০:৩২ AM

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৪র্থ মেধাতালিকা হতে ভর্তি হওয়ার পর অটোমাইগ্রেশন বন্ধের সুযোগ আজ রবিবার (৬ জুলাই) শেষ হচ্ছে। এ জন্য রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় পাবেন ভর্তি হওয়া শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ৪র্থ ধাপে বিষয়প্রাপ্ত রিপোর্টিং করা প্রার্থীদের স্নাতক শ্রেণিতে চূড়ান্ত ভর্তি গত বুধবার (২ জুলাই) নেওয়া হয়েছে। শূন্য আসনের বিপরীতে ভর্তিচ্ছুদের ভর্তি নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৯ জুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের ২৩টি ডিগ্রির জন্য ২০২৫ শিক্ষাবর্ষের ৩য় মেধাতালিকা হতে ভর্তির জন্য নির্বাচিত কিছুসংখ্যক প্রার্থী ভর্তি না হওয়ায় ও ভর্তি বাতিলের ফলে শূন্য আসন সমূহে ২৩ জুন রিপোর্টিংকারীদের মধ্য থেকে যারা ৩য় মেধাতালিকায় ভর্তির জন্য বিবেচিত হননি, তাদের মেধাক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন: রাবির ৭৩ বছর: শিক্ষা-গবেষণা-র্যাঙ্কিংয়ে সফলতা থাকলেও কাটেনি সংকট
এদিকে হাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে লেভেল-১ সেমিস্টার-১ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত পৃথম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আগামী ৫ জুলাই ওরিয়েন্টেশন আয়োজন করার কথা জানানো হয়েছিল।