পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ © টিডিসি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের ১০০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বেলা ১১টায় রবীন্দ্র নজরুল কলা ভবনের দুটি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: কামরুল হাসানসহ অনেকে।
এ সময় উপাচার্য বলেন, ‘সুশৃঙ্খলভাবে গুচ্ছের ২০২৪-২৫ সেশনের পরীক্ষার কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অংশগ্রহণ করতে পেরেছে। আমরা আশা করি, এরই মাধ্যমে ভালো শিক্ষার্থীদের উঠেনি উঠিয়ে নিয়ে আসতে পারব।’
আরও পড়ুন: সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে : প্রধান উপদেষ্টা
চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. কামরুল হাসান বলেন, ‘পরীক্ষার্থীর সংখ্যা ৭৬৪ জন। গত বছরের তুলনায় এ বছর আমাদের কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। পরীক্ষার্থীদের আমরা কোনো প্রকারের সমস্যায় পড়তে দেয়নি। আশা করি ভালোভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।’