১৯ বিশ্ববিদ্যালয় ভর্তিতে হবে কোটা ভেরিফিকেশন

গুচ্ছ ভর্তি পরীক্ষা
গুচ্ছ ভর্তি পরীক্ষা  © সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত। এবার কোটার ভেরিফিকেশনের জন্য শিক্ষার্থীদের কোনো নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে না গিয়েও নিজ নিজ সুবিধামতো নিকটবর্তী যেকোনো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করার সুযোগ থাকবে।

গতকাল বুধবার (১৮ জুন) রাতে গুচ্ছের টেকনিক্যাল কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এর আগে শিক্ষার্থীদের নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোটার ভেরিফিকেশন করতে হত, যা অনেক সময়ই তাদের জন্য ভোগান্তির কারণ হত। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষার্থীরা তাদের সুবিধামতো নিকটবর্তী যেকোনো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভেরিফিকেশন করতে পারবে। এতে সময় ও খরচ‌ দুই-ই সাশ্রয় হবে। মিটিংয়ে এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে এবং শিগগিরই বিস্তারিত তথ্য ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

তিনি আরো বলেন, ভেরিফিকেশন প্রক্রিয়া আগামী ২৪ ও ২৫ জুন অনুষ্ঠিত হতে পারে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে কমিটি গঠন করা হবে যারা এই ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষার্থীরা ভর্তি বিষয়ক নোটিফিকেশন অনুযায়ী প্রস্তুতি নিয়ে নিজ নিজ সুবিধাজনক নিকটবর্তী বিশ্ববিদ্যালয়ে যাবে।

অধ্যাপক ড. মো. আনোয়ারুল বলেন, তবে কিছু কোটা রয়েছে যেগুলো এক্সক্লুসিভ বা নির্দিষ্ট কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হবে। যেমন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নন-ট্রাইবাল কোটা কেবল সেই বিশ্ববিদ্যালয় থেকেই ভেরিফাই করতে হবে। সকল বিশ্ববিদ্যালয়ের কোটা নীতিমালা এক নয়; প্রতিটি প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক কাউন্সিল বা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম পরিচালিত হবে।

জানা গেছে, বিশেষায়িত বিষয়ের (যেমন: চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা, চলচ্চিত্র ও মিডিয়া, এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান) প্র্যাকটিক্যাল পরীক্ষা ও কোটার ভেরিফিকেশন অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৮ জুন এর মধ্যে। ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩০ জুন।

এ বছর ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত গুচ্ছ পদ্ধতিতে এ বছরও একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি ও কোটা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট  ওয়েবসাইট পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence