হাবিপ্রবিতে ভর্তি: দ্বিতীয় মেধাতালিকার ফল প্রকাশ আজ
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ মে ২০২৫, ১২:১১ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৯:২৩ AM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকার ফল প্রকাশ করা হবে আজ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১ হাজার ৭৯৫টি আসনের মধ্যে প্রথম মেধাতালিকার ভিত্তিতে ১ হাজার ২১৮ শিক্ষার্থী ইতোমধ্যে ভর্তি হয়েছেন। ফলে ৫৭৭টি আসন এখনো শূন্য রয়েছে।
ইউনিটভিত্তিক শূন্য আসন
‘এ’ ইউনিট: মোট ৫৩৫টি আসনের মধ্যে ভর্তি হয়েছেন ৪২৪ জন। কৃষি অনুষদে ৭০টি, ডিভিএমে ২২টি ও ফিশারিজ বিভাগে ১৯টি আসন ফাঁকা রয়েছে।
‘বি’ ইউনিট (ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান অনুষদ): মোট ৭৪০টি আসনের মধ্যে ভর্তি হয়েছেন ৪৫১ জন। সিএসইতে ২৫টি, ইইইতে ২৭টি, ইসিইতে ২৩টি, ফুড প্রসেসিংয়ে ২২টি, কৃষি প্রকৌশলে ১৯টি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ২২টি, মেকানিক্যালে ১২টি, আর্কিটেকচারে ১৩টি, কেমিস্ট্রিতে ৩২টি, ফিজিকসে ২৭টি, ম্যাথমেটিকসে ২৮টি ও স্ট্যাটিস্টিকসে ২৯টি আসন ফাঁকা রয়েছে।
আরও পড়ুন: যবিপ্রবি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না বরখাস্ত শিক্ষক-কর্মকর্তারা
‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ): মোট ২৮০টি আসনের মধ্যে ভর্তি হয়েছেন ১৯৯ জন। হিসাববিজ্ঞান বিভাগে ২৪টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ২১টি, ম্যানেজমেন্টে ২৫টি ও মার্কেটিং বিভাগে ১১টি আসন শূন্য রয়েছে।
‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): মোট ২৪০টি আসনের মধ্যে ভর্তি হয়েছেন ১৪৪ জন। অর্থনীতি, ইংরেজি, সমাজবিজ্ঞান ও উন্নয়ন অধ্যয়ন বিভাগে মোট ৯৬টি আসন ফাঁকা রয়েছে।
ফলাফল ও ভর্তি কার্যক্রম
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিতীয় মেধাতালিকার বিষয়ভিত্তিক ফলাফল ২৬ মের মধ্যে প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ মে ২০২৫ তারিখে।
ফলাফল দেখার নিয়ম
প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট https://admission.hstu.ac.bd এ লগইন করে আবেদনকারীর আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন।
আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচিত প্রার্থীদের এসএসসি ও এইচএসসি সনদ, মার্কশিট, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট সাইজের তিন কপি ছবি ও ভর্তি ফি জমাদানের রশিদসহ যথাসময়ে উপস্থিত থাকতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে এবং প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।