কুবির ‘বি’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভাগ নির্বাচন শুরু
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩১ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিভাগ নির্বাচন (Subject Choice) কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে শুরু হয়ে আগামী ৫ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ কার্যক্রম চলবে।
উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইট (https://cou.admission-aid.com)-এ নিজেদের প্যানেলে লগইন করে পছন্দের বিভাগ বাছাই করতে পারবেন। কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েজের সময় অবশ্যই কোটা উল্লেখ করতে হবে বলে জানানো হয়েছে।
আরো পড়ুন: রাবিতে ষষ্ঠ হওয়া শাহীন কুবির ‘বি’ ইউনিটে হলেন প্রথম
ভর্তি সংক্রান্ত পরবর্তী নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://cou.admission-aid.com) পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/comillauniversityofficial) থেকেও জানা যাবে।