ভর্তি পরীক্ষার্থীদের পথ দেখাচ্ছে বিএনসিসি-রোভার স্কাউট, হেফাজতে জিনিসপত্রও

ইবির রোভার স্কাউট ওবিএনসিসি সদস্যরা
ইবির রোভার স্কাউট ওবিএনসিসি সদস্যরা  © টিডিসি ফটো

১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে শুরু হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিট তথা ব্যবসায় শিক্ষা শাখার গুচ্ছ ভর্তি পরীক্ষা। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসা ভর্তিচ্ছুদের সহযোগিতায় নিরলস কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যরা।

শুক্রবার (২৫ এপ্রিল) ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে অংশ নিয়েছে প্রায় ১ হাজার ৩১০ জন পরিক্ষার্থী। সকাল ৯টা থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন ভর্তিচ্ছুরা। তাদের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রোভার স্কাউট গ্রুপ ও বিএনসিসি সদস্যরা।

সংগঠন দু’টির সদস্যরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান, হলে প্রবেশের লাইন ঠিক করা, বিভিন্ন ফটকে নিরাপত্তা প্রদান, পরীক্ষার্থীদের আসবাবপত্র হেফাজতে রাখা, হলে পৌঁছে দেওয়াসহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। 

সদস্যরা জানান, তারা দেশ ও জনগণের সেবার জন্য এ সংগঠনে যুক্ত হয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও অনুষ্ঠানে সহযোগিতা করেন। সেই ধারাবাহিকতায় নতুন ভর্তিচ্ছুদের সহযোগিতা করছেন। তারা চান সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হোক।

আরো পড়ুন: গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

ইবি বিএনসিসির সিইউও মুগ্ধ বলেন, ‘আমরা বিএনসিসি সেনা ও নৌ শাখা নিরলসভাবে শিক্ষার্থীদের জন্য ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের সহায়তায় আমাদের আলাদা আলাদা বুথ ও হেল্প ডেস্ক রয়েছে। আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি। পরীক্ষাকে ঘীরে এখনো কোনো সমস্যা হয়নি।  বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সহযোগিতা করে যাচ্ছে।’

রোভার স্কাউট গ্রুপের সভাপতি দিদারুল ইসলাম রাসেল বলেন, ‘আমরা সব সময় শিক্ষার্থীদের জন্য কাজ করছি। আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য পানির ব্যবস্থা করেছি। এছাড়া তাতের বিভিন্ন সামগ্রী রাখার জন্য বুথ রয়েছে। পরীক্ষা বেশ সুষ্ঠুভাবেই চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অসংগতি দেখা যায়নি। আমাদের সদস্যরা ভর্তিচ্ছুদের দিক-নির্দেশনা প্রদানসহ সকল রকম সহযোগিতা করে যাচ্ছি।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence