চবিতে কেন্দ্রে পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অভিভাবক 

০৮ মার্চ ২০২৫, ১২:২৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
বাহিরে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন অভিভাবকরা

বাহিরে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন অভিভাবকরা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, বাইরে অপেক্ষা করছেন অভিভাবকরা। তাদের অনেকের চোখে-মুখে দেখা যাচ্ছে উদ্বেগের ছাপ। শনিবার (৮ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে এসেছেন রেহেনা আক্তার। তিনি বলেন, বাবা অনেক আশা নিয়ে এসেছি, সবাই আশা নিয়েই আসে। অনেক স্বপ্ন আমার! মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়বে। তবে, এখানে অনেক প্রতিযোগিতা। সবাই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে, আমার মেয়েও অনেক কষ্ট করেছে কয়েকটা মাস। এখন আল্লাহ ভরসা। অনেকটা আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলেন তিনি। রেহেনা আক্তারের মেয়ে উম্মে ফাতেমা মাইশা আজও পরীক্ষা দিচ্ছেন। 

তিনি আরও বলেন, তার মেয়ে পড়াশোনায় অনেক ভালো। এখন এখানে একটি সিটের জন্য ৮০ জনেরও বেশি শিক্ষার্থী লড়াই করছেন। অনেকে ভালো প্রস্তুতি নিয়েই এসেছেন। সব বাবা-মায়ের আশা তার ছেলে-মেয়ে চান্স পাক। কিন্তু এখানে কম্পিটিশন তো অনেক। দেখা যাক কি হয়। 

উল্লেখ্য, কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ইউনিটটির ভর্তি পরীক্ষা একযোগে তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। ১ হাজার ১২১ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৭৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী।

এছাড়াও এবার চবির মোট ৪ জাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছে ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। আসন প্রতি লড়বেন ৫৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। গত বছর আবেদন করেছিলো ছিল ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

বিভিএসডব্লিউএ-বাকৃবির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সিয়াম
  • ২২ জানুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার প্রচারে বাধা: নারীর কান ছেঁড়ার অভিযোগ যুবদল নে…
  • ২২ জানুয়ারি ২০২৬
সিলেটে এম এ জি ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
  • ২২ জানুয়ারি ২০২৬