চবি ভর্তি পরীক্ষা: কেন্দ্রে প্রবেশ করছেন শিক্ষার্থীরা

কেন্দ্রে প্রবেশ করছেন শিক্ষার্থীরা
কেন্দ্রে প্রবেশ করছেন শিক্ষার্থীরা   © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (৮ মার্চ)। এদিন দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

সরজমিনে গিয়ে দেখা গেছে, পরীক্ষার্থীদের মেইন গেইট দিয়ে কেন্দ্রে প্রবেশ করে সারিবদ্ধভাবে হলে প্রবেশ করানো হচ্ছে। 

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আসন রয়েছে ৮৯৬টি। এতে আবেদন করেছেন ৭৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী। সে হিসেবে আসনপ্রতি লড়বেন প্রায় ৮২ জন শিক্ষার্থী। 

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ফোর্স এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। এর পাশাপাশি শিক্ষার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত আছে বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ছাত্রসংগঠনের পক্ষ থেকে অভিভাবকদের বসার জন্য অভিভাবক প্যাভিলিয়ন, পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানির বোতল সরবরাহ, বাইক সার্ভিস ও মেডিকেল সেবা প্রদান কার্যক্রমও চলমান রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence