জিএসটি গুচ্ছের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক হলেন নোবিপ্রবি ভিসি

অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ও নোবিপ্রবির লোগো
অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ও নোবিপ্রবির লোগো  © সম্পাদিত

গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল কমিটির নতুন আহ্বায়ক হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) অনলাইনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের মিটিংয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।

জানা গেছে, ১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে হতে যাওয়া এবারের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে ধাপে ধাপে সভা করেছেন উপাচার্যরা। একের পর এক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার প্রতিবাদে বেশ কয়েকবার আন্দোলনও করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সর্বশেষ গতকালের সভায় সর্বমোট ১৯টি বিশ্ববিদ্যালয় এবারের জিএসটি গুচ্ছে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত হয় উপাচার্যদের সভায়।  

উপাচার্যদের সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ এপ্রিল ‘সি’ ইউনিট, অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে বিজ্ঞান, অর্থাৎ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফিসহ অন্যান্য বিষয়ও পরবর্তী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন টেকনিক্যাল কমিটির নতুন আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এ প্রসঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, যে টেকনিক্যাল কমিটি গঠিত হয়েছে সেখানে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একজন করে টেকনিক্যাল মেম্বার থাকবেন যিনি একইসাথে ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বও করবেন। আগামী এক সপ্তাহের মধ্যে গুচ্ছ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে কাজ করছে টেকনিক্যাল কমিটি। আমরা কোনো বিলম্ব করতে চাই না। এছাড়া আমাদের পাঁচ সদস্য বিশিষ্ট আরো একটি কোর কমিটি গঠনের কাজ চলমান রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence