কৃষিগুচ্ছের ওরিয়েন্টেশন, ডিগ্রি ও বিশ্ববিদ্যালয় পরিবর্তন নিয়ে নতুন নির্দেশনা

২১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ভর্তি নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। গত ১২ ডিসেম্বর পর্যন্ত ভর্তির পর যাদের ডিগ্রি ও বিশ্ববিদ্যালয় পরিবর্তন হয়েছে, তাদের নিজ দায়িত্বে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। তাদের পরিবর্তিত বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশনে অংশ নিতে হবে।

কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটি সভাপতি ও সিভাসু উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির কৃষিগুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ১২ ডিসেম্বর পর্যন্ত নির্বাচিত প্রার্থীরা স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিতি হয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং অটোমাইগ্রেশন সম্পন্ন করেছেন।

আরো পড়ুন: কৃষি গুচ্ছের ১৯৩ আসন শূন্য, ডাকা হয়েছে ভর্তিচ্ছুদের

যে সব শিক্ষার্থীর ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় বা ডিগ্রি পরিবর্তন হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সম্পূর্ণ নিজ দায়িত্বে পরিবর্তিত বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ এবং ভর্তি ফি সংশ্লিষ্ট আর্থিক বিষয়াদি সমন্বয় সাধন করতে হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় বা ডিগ্রি পরিবর্তন সংক্রান্ত ফাইল বা ডকুমেন্ট হস্তান্তরের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

জানা গেছে, কৃষি গুচ্ছের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ১৯৩টি আসন শূন্য রয়েছে। এসব আসন পূরণের জন্য অপেক্ষমানদের মধ্য থেকে নতুন মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। আগামীকাল রোববার (২২ ডিসেম্বর) ভর্তি নেওয়া হবে।

ফিক্সিং অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক
  • ২৩ জানুয়ারি ২০২৬
পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে
  • ২৩ জানুয়ারি ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় আরেক শুটার গ্রেপ্তার 
  • ২৩ জানুয়ারি ২০২৬
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের রজত জয়ন্তী উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
ভাষানটেকে তারেক রহমানের জনসভা শুরু
  • ২৩ জানুয়ারি ২০২৬
সন্তানকে হত্যার পর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের…
  • ২৩ জানুয়ারি ২০২৬