কৃষি গুচ্ছের শূন্য আসনে অপেক্ষমান তালিকা হতে নতুন বিষয় ও বিশ্ববিদ্যালয় মনোনয়ন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৬ AM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ AM
কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত ডিগ্রি বা বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর এ তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। কোন শিক্ষার্থী বিষয় বা বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ করতে চাইলে আগামী ৩০ নভেম্বর রাত ১২টার মধ্যে তা সম্পন্ন করতে হবে।
গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় দ্বিতীয় অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম এবং পছন্দক্রম অনুসারে প্রাপ্ত ডিগ্রি বা বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হয়েছে। অপেক্ষমাণ তালিকার মধ্যে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে টাকা জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।
ভর্তির প্রার্থিতা নিশ্চিত করার জন্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (acas.edu.bd)-এ গিয়ে অনলাইন ফরমের নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশনা মোতাবেক শুধুমাত্র মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড-এর যে কোন একটির মাধ্যমে ভর্তি ফি’র প্রথম অংশ (অফেরতযোগ্য) ১০ হাজার টাকা জনতা ব্যাংকের চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শাখায় পরিচালিত হিসাব নম্বরে জমা দিতে হবে। ২৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে উক্ত আসন শূন্য গণনা করে পরবর্তী অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। শূন্য আসনের জন্য (যদি থাকে) অটোমাইগ্রেশন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। প্রার্থীগণ ওয়েবসাইট (acas.edu.bd)-এ সাইন-ইন করে অটোমাইগ্রেশন ফলাফল দেখতে পারবেন এবং প্রয়োজনে অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবেন।
আরো পড়ুন: সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা
তৃতীয় অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের (যদি থাকে) জন্য অবশিষ্ট অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত ডিগ্রি বা বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল আগামী ৩ ডিসেম্বর প্রকাশ করা হবে। কেন্দ্রীয় ভর্তি কমিটি সভাপতি ও সিভাসু উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোন শিক্ষার্থী সাবজেক্ট বা বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ করতে চাইলে আগামী ৩০ নভেম্বর রাত ১২টার মধ্যে মাইগ্রেশন বন্ধ করতে হবে।
নতুন বিষয় ও বিশ্ববিদ্যালয় মনোনয়ন এবং বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।