একাদশ ভর্তিতে রাজশাহী বোর্ডের সেরা ২০ কলেজ

রাজশাহী কলেজের শিক্ষার্থীরা
রাজশাহী কলেজের শিক্ষার্থীরা  © সংগৃহীত

সম্প্রতি ১০ জুলাই প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এর পরের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তি। অনলাইনে আবেদনের নির্দিষ্ট সময়সূচি এখনো ঘোষণা করা না হলেও ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। এই সময়ে কলেজ বাছাই নিয়ে দ্বিধায় পড়তে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের। কোন কলেজ ফলাফল ও শিক্ষার মানে সেরা, কোন কলেজে ভর্তির বেশি সুযোগ ভর্তির সুযোগ বেশি থাকবে? এই সিদ্ধান্তকে সহজ করতে দ্য ডেইলি ক্যাম্পাস তুলে ধরছে রাজশাহী বোর্ডের ‘সেরা ও খ্যাতিমান’ ২০টি কলেজের নাম; সাম্প্রতিক বছরগুলোর একাডেমিক ফল, শিক্ষার মান, সহশিক্ষা কার্যক্রম এবং র্যাংকিংয়ের বিচারে যেগুলোকে এগিয়ে রেখেছে সংশ্লিষ্টরা।

সরকারি আজিজুল হক কলেজ
রাজশাহী শিক্ষা বোর্ডের অন্যতম সেরা কলেজ হলো সরকারি আজিজুল হক কলেজ। কলেজটি বগুড়া শহরের কামারগারিতে অবস্থিত। এ কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। প্রতিষ্ঠানটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ১ হাজার ৩৯২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ৩৯১ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ১ হাজার ২৭৪ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৯ দশমিক ৯৩ শতাংশ। 

নিউ গভঃ ডিগ্রী কলেজ
রাজশাহী বোর্ডের দ্বিতীয় অন্যতম সেরা কলেজ হলো নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী। এটি রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রতিষ্ঠার সময় এটি শুধু উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছিল। তখন কলেজটির নাম ছিল সরকারি ইন্টারমিডিয়েট কলেজ। পরে এটির নাম পরিবর্তন করে রাখা হয় নিউ গভঃ ডিগ্রী কলেজ। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ১ হাজার ২০৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ২০২ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৯৬৮ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৯ দশমিক ০৫ শতাংশ। 

সরকারি মজিবর রহমান ভান্ডারি মহিলা কলেজ
রাজশাহী বোর্ডের অন্যতম সেরা কলেজগুলোর একটি সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ। পূর্ব এর নাম ছিল সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ। এটি বগুড়া শহরের সুবিল খালের পাশে অবস্থিত। এইচএসসির ফলাফলে কলেজটি তার গৌরবময় অবস্থান ধরে রেখেছে। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ৪৬৯ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৮৩৯ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৭ দশমিক ৬১ শতাংশ। 

আরও পড়ুন: একাদশে ভর্তি: রাজধানীর সেরা কলেজ কোনগুলো?

রাজশাহী সরকারি সিটি কলেজ
রাজশাহী বোর্ডের অন্যতম সেরা আরেকটি কলেজ হলো রাজশাহী সরকারি সিটি কলেজ। এটি রাজশাহী শহরের রাজারহাতা এলাকায় অবস্থিত। কলেজটি দীর্ঘদিন ধরে তার সাফল্য বজায় রেখে গর্বের সঙ্গে পথ চলছে। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ১ হাজার ১৫৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ১০২ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৭৪২ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৫ দশমিক ০৮ শতাংশ। 

সরকারি শাহ্ সুলতান কলেজ
রাজশাহী বোর্ডের অন্যতম স্বনামধন্য আরেকটি কলেজ হলো সরকারি শাহ্ সুলতান কলেজ। ঐতিহ্যবাহী কলেজটি বগুড়া শহরে অবস্থিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ১ হাজার ৪৮৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ৩৯৪ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৬৯০ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৫ দশমিক ৯৪ শতাংশ। 

রাজশাহী সরকারি মহিলা কলেজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী বোর্ডে মেয়েদের জন্য অন্যতম সেরা একটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো রাজশাহী সরকারি মহিলা কলেজ। কলেজটি রাজশাহী জেলা শহরে অবস্থিত। শিক্ষার মান দীর্ঘদিন সফলতার সঙ্গে ধরে রেখেছে কলেজটি। গতবার অর্থাৎ ২০২৪ সালে ১ হাজার ৯৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ৫৬ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৬৭১ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৬ দশমিক ৬১ শতাংশ। 

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
রাজশাহী শিক্ষা বোর্ডের সেরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি হলো বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বগুড়া সেনানিবাসের ভেতরে অবস্থিত। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ৬৯৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬৯৯ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৫৭৫ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল শতভাগ। 

সরকারি শহীদ বুলবুল কলেজ
রাজশাহী বোর্ডের অন্যতম স্বনামধন্য আরেকটি কলেজ হলো সরকারি শহীদ বুলবুল কলেজ। এটি পাবনা জেলার অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটির পূর্ব নাম ছিল ইসলামিয়া কলেজ। অন্যতম এ শিক্ষাপ্রতিষ্ঠানটি পাবনা জেলার আতাইকুলা সড়কে অবস্থিত। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ২৮৫ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৬০১ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৩ দশমিক ৫২ শতাংশ।

আরও পড়ুন: একাদশে ভর্তি: শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ

নওগাঁ সরকারি কলেজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী বোর্ডের অন্যতম সেরা আরও একটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো নওগাঁ সরকারি কলেজ। কলেজটি নওগাঁ শহরের ডিগ্রির মোড় নামক স্থানে অবস্থিত। এইচএসসির ফলাফলে কলেজটি তার গৌরবময় অবস্থান ধরে রেখেছে। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ১ হাজার ২০৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ১৩৫ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৫৮৯ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৪ দশমিক ০৩ শতাংশ। 

সিরাজগঞ্জ সরকারি কলেজ
দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি সিরাজগঞ্জ সরকারি কলেজ। কলেজটি সিরাজগঞ্জ জেলার যমুনা নদী থেকে ৫০০ মিটার পশ্চিমে সিরাজগঞ্জ শহরের উত্তর পার্শ্বে অবস্থিত। কলেজটিতে উচ্চ মাধ্যামিক ছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নানা বিষয়ে পাঠদান করা হয়। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ৭৪৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৭৩৪ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৫১৩ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৮ দশমিক ৬৬ শতাংশ। 

রাজশাহী কলেজ
রাজশাহী শিক্ষা বোর্ডর অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজ। কলেজটি রাজশাহী শহরে অবস্থিত। ঢাকা ও চট্টগ্রামের পরে এটি দেশের তৃতীয় প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ৪৫৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪৫৪ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৪২০ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৯ দশমিক ৫৬ শতাংশ। 

সরকারি এডওয়ার্ড কলেজ
দেশের ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি সরকারি এডওয়ার্ড কলেজ। এটি পাবনা জেলা শহরে অবস্থিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে অন্যতম। শিক্ষার মান দীর্ঘদিন সফলতার সঙ্গে ধরে রেখেছে কলেজটি। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ৫৮২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫৮০ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৪৬৪ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৯ দশমিক ৬৬ শতাংশ। 

জয়পুরহাট সরকারি কলেজ
দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম একটি জয়পুরহাট সরকারি কলেজ। স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি কলেজটিতে উচ্চ মাধ্যমিক পাঠদান চালু রয়েছে। স্বনামধন্য এ প্রতিষ্ঠানটি জয়পুরহাট জেলা শহরের রেলওয়ে স্টেশনের অদুরে অবস্থিত। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ১ হাজার ১৭০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ১১৮ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৫২৯ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৫ দশমিক ৫৬ শতাংশ। 

আরও পড়ুন: এসএসসিতে সায়েন্স, এইচএসসিতে কমার্স কিংবা আর্টস চান— বিভাগ পরিবর্তনে সুবিধা-অসুবিধা কী?

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ
রাজশাহী শিক্ষা বোর্ডর অন্যতম সেরা প্রতিষ্ঠানগুলোর আরেকটি হলো শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ। কলেজটি রাজশাহী জেলা শহরের উপশহরে অবস্থিত। এইচএসসির ফলাফলে কলেজটি তার গৌরবময় অবস্থান ধরে রেখেছে। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ৭৮৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৭৭৮ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৪৭৮ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৮ দশমিক ৭৩ শতাংশ। 

আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ
আর্মড পুলিশ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় পরিচালিত সেরা কলেজদের একটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ। এটি বগুড়া জেলা শহরের সাতমাথা থেকে উত্তরে ভাষা সৈনিক গাজীউল হক সড়ক সংলগ্ন নিশিন্দারা আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের উত্তর পার্শ্বে অবস্থিত। এটি রাজশাহী বোর্ডের মধ্যে অন্যতম সেরা একটি কলেজ। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ৪০৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪০৬ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৩৪৪ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল শতভাগ। 

কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ
কাদিরাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক পরিচালিত একটি স্বায়ত্তশাসিত উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান হলো কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। এটি নাটোর জেলার বাগাতিপারা থানার দয়ারামপুর ইউনিয়নে অবস্থিত। এ শিক্ষাপ্রতিষ্ঠানটি শুধু সেনা সদস্যদের সন্তানদের জন্য প্রতিষ্ঠিত হলেও অন্যরাও পড়ার সুযোগ পায়। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ৪২৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪২৫ জন পাস করেছেন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল শতভাগ। আর জিপিএ-৫ অর্জন করেন ৩৫২ জন। জিপিএ-৫ হার ছিল ৮২ দশমিক ৮২ শতাংশ। 

শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ
রাজশাহী শিক্ষা বোর্ডের অধিভুক্ত কলেজগুলোর অন্যতম একটি হলো শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ। পূর্বে এর নাম ছিল বরেন্দ্র সরকারি কলেজ। উচ্চ মাধ্যমিক এ প্রতিষ্ঠানটি রাজশাহী শহরে অবস্থিত। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ৭৭৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৭৪৬ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৪৪৪ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৯ শতাংশ।

আরও পড়ুন: ৯ হাজার টাকা করে পাচ্ছেন একাদশ-দ্বাদশ শ্রেণীর ১ হাজার ৪৭৮ শিক্ষার্থী

শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ 
রাজশাহী বোর্ডের অন্যতম প্রাইভেট উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান হলো শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ। এটি বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত। দেশের শিক্ষাজ্ঞনে অন্যতম অবদান রাখছে এ প্রতিষ্ঠানটি। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ৩০৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩০৮ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ১৭১ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৮৭ দশমিক ৯৯ শতাংশ।

নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ
বাংলার নবাব সিরাজ উদ দৌলার নামে প্রতিষ্ঠিত রাজশাহী শিক্ষা বোর্ডের অন্যতম সেরা একটি কলেজ হলো নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ। কলেজটি নাটোরের মানুষকে শিক্ষায় আরও উন্নত করতে অবদান রেখে চলেছে। এটি নাটোর জেলা শহরে অবস্থিত। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ১ হাজার ১৫২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ৩৮ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৪৭৯ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯০ দশমিক ১ শতাংশ।

নবাবগঞ্জ সরকারি কলেজ
চাপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত জেলাটির শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের একটি হলো নবাবগঞ্জ সরকারি কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান। স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি এখানে উচ্চ মাধ্যমিকের পাঠদান চালু রয়েছে। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ৮৩১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৭৮০ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৪৩৪ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৩ দশমিক ৮৬ শতাংশ।


সর্বশেষ সংবাদ