জাবির ‘ডি’ ইউনিটে ভর্তির সাক্ষাৎকার শুরু ২২ আগস্ট

জাবি
জাবি   © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘ডি’ ইউনিটের ভর্তির সাক্ষাৎকার আগামী ২২ আগস্ট (সোমবার) থেকে শুরু হবে। মঙ্গলবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটি ২০১১-২২ আব্বায়ক অধ্যাপক ড. মো. নুহু আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের অর্ন্তভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিম্নলিখিত মেধাক্রম ও সময়সূচি অনুযায়ী জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত হবে।

এর আগে, ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ হয়। প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা গেছে, সর্বমোট আটটি শিফটে অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩২০টি আসনের মধ্যে তৃতীয় শিফট থেকে মেধা তালিকায় স্থান পেয়েছেন সর্বোচ্চ ৭৪৭ জন ছাত্রছাত্রী, যা মোট আসনের ৪২ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে সপ্তম শিফটে সর্বনিম্ন মেধা তালিকায় স্থান পেয়েছেন মাত্র ২২২ জন, যা মোট আসনের মাত্র ১৪ শতাংশ।

আরও পড়ুন : গুচ্ছ কমিটির সমন্বয়হীনতা, ভোগান্তিতে বিজ্ঞানের শিক্ষার্থীরা

ফল বিশ্লেষণে দেখা গেছে, মোট আটটি শিফটের পরীক্ষায় ছাত্রদের প্রকাশিত মেধাতালিকায় ১ম শিফটে ২২২ জন, ২য় শিফটে ১৪২ জন, ৩য় শিফটে ৩৭৭ জন, ৪র্থ শিফটে ২৮৮ জন, ৫ম শিফটে ২০২ জন, ৬ষ্ঠ শিফটে ১৫৮ জন, ৭ম শিফটে ১১৯ জন এবং ৮ম শিফটে ১৪৩ জন স্থান পেয়েছেন।


সর্বশেষ সংবাদ