গুচ্ছের ‘খ’ ইউনিটের প্রশ্ন দেখুন এখানে

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে  © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৩ আগস্ট) বেলা ১২টায় শুরু হয়েছে। শেষ হয় দুপুর ১টায়। ২৯টি কেন্দ্রের মধ্যে ঢাকায় চারটি কেন্দ্রে এ পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েও ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ভর্তিচ্ছুরা।

এদিন পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রের সামনে হাজির হন ভর্তিচ্ছুরা। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পরীক্ষা কেন্দ্রে সামনে অপেক্ষায় ছিলেন অভিভাবকেরাও।

জানা গেছে, ‘বি’ ইউনিটে মোট আসন রয়েছে ৬ হাজার ৭১৯টি। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৯৫ হাজার ৬৩৭ জন। ফলে প্রতি আসনের বিপরীতে ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

পরীক্ষা শুরুর আগে মিরপুর থেকে আসা রাকিব নামের এক শিক্ষার্থী জানান, ‘আসার পথে রাস্তায় কোনো জ্যাম পড়িনি। এবার আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছি। সেজন্য আগের তুলনায় বেশি আত্মবিশ্বাস পাচ্ছি। বিষয়টি আমার কাছে একদম সহজ মনে হচ্ছে। দুশ্চিন্তাগ্রস্থ লাগছে না।’


সর্বশেষ সংবাদ