রাবির দুই ধাপে চূড়ান্ত আবেদন ১ লক্ষ ৫৯ হাজার

২৪ জুন ২০২২, ১০:০৩ PM
রাবি

রাবি © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়ায় দুই ধাপে পড়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৫৩৭টি। তবে এ, বি ও সি ইউনিটে আবেদন করতে পারবে ২ লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু। ফলে এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে।

শুক্রবার (২৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক বাবুল ইসলাম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনে দুই ধাপে ১ লক্ষ ৫৯ হাজার ৫৩৭ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

জানা গেছে, রাবির ‘এ’ ইউনিটে ৫৮ হাজার ২৭৬ জন। এর মধ্যে মানবিক শাখায় ৪২ হাজার ১২৭ জন, বাণিজ্য শাখায় ২ হাজার ৩১০ জন ও বিজ্ঞান শাখায় ১৩ হাজার ৮৩৯ জন।

এদিকে ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ১২৭ জন। যার মধ্যে বাণিজ্য শাখায় ১৭ হাজার ৭১১ জন, মানবিক শাখায় ৬ হাজার ৯২১ জন ও বিজ্ঞান শাখায় ৯ হাজার ৪৯৫ জন আবেদন করেছেন।

অন্যদিকে, ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৬৭ হাজার ১৩৪ জন। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৬৫ হাজার ৮০৫ জন, বাণিজ্য শাখায় ১০৬ জন ও মানবিক শাখায় ১ হাজার ২২৩ জন।

রাবির এই কর্মকর্তা আরও জানান, দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন প্রক্রিয়ায় আসন ফাঁকা থাকা সাপেক্ষে প্রাথমিক আবেদন করা শিক্ষার্থীরা যোগ্যতা অনুসারে আবেদন করতে পারছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আইডি নম্বর দিয়ে লগইন করে এই আবেদন করছেন তারা।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা প্রথম ধাপের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন ২৫ জুন বিকাল ৬টা পর্যন্ত চলবে। তিন ধাপে করা চূড়ান্ত আবেদন শেষে ২ লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে। এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫-২৭ জুলাই।

নেতার ইগো ও ষড়যন্ত্রে চার দশক পর বিএনপি ছাড়লেন মাহাবুব মা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৫ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রেখে ফেরি ছেড়ে দেওয়ার …
  • ২৯ জানুয়ারি ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে যে ৭ ঘটনা ঘটতে পারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
ভোকেশনালের সমাপনী পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু ১ ফেব্রুয়ার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ লিমিটেড, আবেদন শেষ ৩ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬