চবিতে সেকেন্ড টাইম থাকছে না

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে না। বৃহস্পতিবার (২১ এপ্রিল)  বিশ্ববিদ্যালয়ের কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, সভায় ভর্তি কমিটির কয়েকজন সদস্য ও ডিন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার পক্ষে মত দিলেও অধিকাংশ সদস্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিপক্ষে মত দেন। বিষয়টি নিয়ে বেশকিছুক্ষণ শিক্ষকদের বাকবিতণ্ডাও হয়। শেষ পর্যন্ত সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার সিদ্ধান্ত হয়।

ওই সূত্র আরও জানায়, ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি পাসকৃত শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন। এর বাইরে কাউক ভর্তি পরীক্ষা সুযোগ দিতে চায় না কোর কমিটির সদস্যরা। আগামী ২৪ এপ্রিল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি ও চেয়ারম্যানদের সভায় এটি চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম রাখার পক্ষে ভিসি

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজ উদ দৌল্লাহ।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০১৯ সালে এসএসসি ও ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরাই ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন।


সর্বশেষ সংবাদ