আমর্ড ফোর্সেস মেডিকেলের ভর্তির ফল প্রকাশ

১৮ এপ্রিল ২০২২, ০২:২৭ PM
আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ

আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ © সংগৃহীত

আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১৮ এপ্রিল) দুপুরে এই ফল প্রকাশ করা হয়।

এসএসসি, এইচএসসি ও লিখিত পরীক্ষার ভিত্তিতে এএমসি ক্যাটাগরিতে ৮০ জন শিক্ষার্থীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময়ে আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজের ঢাকা সেনানিবাস শাখায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

উত্তীর্ণদের মধ্যে ছেলে রয়েছেন ৬০ জন আর মেয়ে রয়েছেন ২০ জন। ছেলেদের দুই গ্রুপে ভাগ করা হয়েছে। আর মেয়েদের একটি গ্রুপে ভাগ করা হয়েছে। সবাইকে ২১ এপ্রিল সকাল ৯টায় স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত থাকতে বলেছে কর্তৃপক্ষ।

এদিকে এএফএমসি ক্যাডেটধারী ১০৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তাদের ২৪ এপ্রিল সকাল ৯টায় চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা সেনানিবাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন- ক্ষমা চেয়েছেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি

ফল প্রকাশ করে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিতে আসা প্রার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদপত্র, নম্বরপত্র, নাগরিকত্বের সনদপত্র ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে। মুক্তিযোদ্ধা ও উপজাতী কোটায় আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের সন্তানদের ইউনিট অধিনায়ক/কোরো/রেকর্ডস কর্তৃক সীলমোহর প্রতিসাক্ষরকৃত সনদপত্র দেখাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত তারিখের পর আর কেউ ভর্তি হতে পারবেন না। ফলাফল মেডিকেল কলেজের ওয়েবসাইটে (https://afmc.edu.bd/)  ও (http://afmc.teletalk.com.bd/) দেখা যাবে।

৫০তম বিসিএসের ২০০ প্রশ্নে ১৭৭ বানান ভুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি আবেদনের শেষ সুযোগ আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরার তিন আসনে শক্ত অবস্থানে জামায়াত, একটিতে হাড্ডাহাড…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই চাকরি আকিজ গ্রুপে, পদ ১৫, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬