বুয়েটের ভর্তি পরীক্ষা জুন-জুলাইয়ে আয়োজনের পরিকল্পনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪১ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫১ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী জুন অথবা জুলাই মাসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিও শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, আগামী শনিবার (১৯ ফেব্রুয়ারি) বুয়েটের একাডেমিক কাউন্সিলের একটি সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য নতুন একটি কমিটি গঠন করা হবে। পরবর্তীতে এই কমিটি সভা করে ভর্তি পরীক্ষার তারিখসহ যাবতীয় বিষয় ঠিক করবেন। ওই কমিটির সুপারিশ পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত করা হবে।
তথ্যমতে, বুয়েট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক নম্বর দেখা হয়। এজন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো থেকে শিক্ষার্থীদের ডাটাবেজ সংগ্রহ করা হয়। এটি করতে কিছুটা সময় লাগে। গতবার এই তথ্য সংগ্রহ করতে প্রায় দুই মাস সময় লেগেছিল।
আরও পড়ুন: চলতি মাসেই খুলে দেওয়া হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী
এ প্রসঙ্গে জানতে চাইলে বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে এইচএসসির ফল প্রকাশের পর আমাদের মিনিমাম একটা সময় প্রয়োজন হয়। সে হিসেবে আগামী জুন অথবা জুলাই মাসে ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে আমরা প্রাথমিক কিছু কাজ শুরু করেছি। আগামী শনিবার আমাদের একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সেখানে ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য নতুন একটি ভর্তি কমিটি গঠন করা হবে। ওই কমিটিই সবকিছু ঠিক করবে।
আরও পড়ুন: এমআইএসটি’র ভর্তি পরীক্ষা ১৮ মার্চ
প্রসঙ্গত, গত বছরের ২০ ও ২১ অক্টোবর ২০২০-২১ শিক্ষাবর্ষে বুয়েটের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত প্রথম ছয় হাজার জনতে নিয়ে ৬ নভেম্বর চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৮০ জন ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় স্থান পায়। যাচাই-বাছাইয়ের পর এই শিক্ষার্থীদের মধ্য থেকে ১ হাজার ২১৫ জন বুয়েটে ভর্তির সুযোগ পান।