শান্তিপূর্ণ পরিবেশে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে: উপাচার্য
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ০১:০৬ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২১, ০১:১৫ PM
রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যেকটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।শনিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
ঢাবি উপাচার্য বলেন, দেশব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ‘খ’ ‘গ’ ‘ঘ’ ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এখনো ‘চ’ ইউনিটের আংশিক পরীক্ষা বাকি রয়েছে। বাকি যে পরীক্ষাগুলো শেষ হয়েছে, এবারে এগুলোতে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা কমিটিদের নিয়ে আমরা একাধিক হল পরিদর্শন করেছি। পরীক্ষার হলে শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি। বরারের মত ভর্তিচ্ছুরা স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।
পড়ুন: ঢাবির ‘ঘ’ ইউনিটের প্রশ্ন দেখুন এখানে
পড়ুন: বিভাগীয় পর্যায়ে ঢাবি ভর্তি পরীক্ষা অব্যাহত থাকবে: ভিসি
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ঢাকার বাইরে যেসব কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেসব কেন্দ্রগুলোর উপাচার্যদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, সেখানেও শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত কোন কেন্দ্রে থেকে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ‘ঘ’ ইউনিটে সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন। মাত্র ১ হাজার ৫৭০টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১৫ হাজার ৮৮১টি। এ ইউনিটে বিপুল প্রতিযোগিতা রয়েছে।
ভর্তি পরীক্ষা শেষে ক্লাস শুরুর বিষয়ে উপাচার্য বলেন, ক্লাস শুরুর বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। ভর্তি পরীক্ষা কার্যক্রম শেষ হলে আলোচনার ভিত্তিতে এ বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে।
উপাচার্য বলেন, করোনার কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যে ক্ষতি হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের ‘লস রিকভারি প্লান’ রয়েছে। এটি বাস্তবায়নে আমাদেরকে সময় সাশ্রয়ী দৃষ্টিভঙ্গি নিয়ে আগাতে হবে। ‘লস রিকোভেরি প্লান’ বাস্তবায়নের যে ধরনের সুপারিশ রয়েছে আমরা সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবো।