বিভাগীয় পর্যায়ে ঢাবি ভর্তি পরীক্ষা অব্যাহত থাকবে: ভিসি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ১০:৫৩ PM , আপডেট: ২২ অক্টোবর ২০২১, ১০:৫৩ PM
আগামী বছরগুলোতেও বিভাগীয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে পরীক্ষা শুরু হওয়ার পর বিজনেস স্টাডিজ অনুষদের দু’টি পরীক্ষার হল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ঢাবি ভিসি বলেন, আমরা সবাইকে সাথে নিয়ে দু’টি পরীক্ষার হল পরিদর্শন করলাম। পরীক্ষার্থীদের সাথে আমাদের কথাও হয়েছে। তারা আমাদের জানিয়েছে যে প্রশ্ন খুব মানসম্মত হয়েছে। সার্বিক ব্যবস্থাপনার কথাও তারা আমাদের জানিয়েছেন।
তিনি বলেন, দেশের অন্য জায়গাগুলোতেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হচ্ছে বলে কয়েকজন ভিসি আমাকে জানিয়েছেন। সবকিছু মিলিয়ে বিগত সময়ের ধারাবাহিকতায় খুব সুষ্ঠু, সুন্দর ও সার্বিক ভালো ব্যবস্থাপনার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আগামী বছরগুলোতেও বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়ে উপাচার্য বলেন, আমরা শুধুমাত্র করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিয়েছি তা কিন্তু নয়।
ঢাবি ভিসি বলেন, আমাদের মূল উদ্দেশ্য ছিল, শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি, শ্রম ও অর্থ অপচয় লাঘবের চেষ্টা। সেই প্রচেষ্টা থেকেই বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় প্রোভিসি (প্রশাসন) ড. মুহম্মদ আব্দুস সামাদ, প্রোভিসি (শিক্ষা) ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর এ কে এম গোলাম রব্বানী, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈনসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষক উপস্থিত ছিলেন।