ঢাবিতে ভর্তি: চূড়ান্ত মনোনয়নের পরও আসন শূন্য থাকলে কী হবে? 

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আসন শূন্য থাকায় দুই ইউনিটে স্নাতক প্রথমবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশনের ফল ও চূড়ান্ত বিষয় মনোনয়ন দেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। এরপরও আসন শূন্য থাকলে আর কোনো বিষয় মনোনয়ন দেবে না কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ভর্তির সঙ্গে যুক্ত একজন শিক্ষক দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসন শূন্য থাকলেও আর কোনও মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। কারণ ইতোমধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মিডটার্ম শুরু হয়ে যাচ্ছে। নতুন শিক্ষার্থী ভর্তি হলে তারা আর মানিয়ে নিতে পারবে না। সে ক্ষেত্রে আসন শূন্য থাকলেও তা শূন্যই থেকে যাবে।

এর আগে বিশেষ মাইগ্রেশনের ফল ও চূড়ান্ত বিষয় মনোনয়নের সময় প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিজ্ঞান ইউনিটে ৫ হাজার ১৬৯ থেকে ৫ হাজার ৪৮৯ পর্যন্ত মেধাক্রমে থাকা শিক্ষার্থীদের ডাকা হয়েছে। ৩২০ জন শিক্ষার্থী ডাক পেয়েছেন। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ডাক পেয়েছেন ১০৮ জন। নতুনভাবে মনোনীত প্রার্থীরা মাইগ্রেশনের সুযোগ পাবেন না বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: ঢাবিতে ভর্তি: ২৪ ঘণ্টায় কত আবেদন পড়ল, কোন ইউনিটে বেশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির প্রক্রিয়াও শুরু হয়েছে। অনলাইনে আবেদন শুরু হয়েছে সোমবার (৪ নভেম্বর)। এ আবেদন আগামী ২৫ নভেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত চলবে। আবেদন ফি হিসেবে দিতে হবে ১ হাজার ৫০ টাকা।

সাধারণ ভর্তি কমিটির সভায় প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ৪ জানুয়ারি চারুকলা, ২৫ জানুয়ারি কলা, সামাজিক বিজ্ঞান ও আইন, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান এবং ৮ ফেব্রুয়ারি ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ