ঢাবির বিশেষ মাইগ্রেশন ফল প্রকাশ, বিষয় মনোনয়ন পেলেন কতজন?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৮:২৯ AM , আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ০৮:২৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দুই ইউনিটে স্নাতক প্রথমবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশনের ফল ও চূড়ান্ত বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। আগামী ৫ নভেম্বর দুই ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে ৫ হাজার ১৬৯ থেকে ৫ হাজার ৪৮৯ পর্যন্ত মেধাক্রমে থাকা শিক্ষার্থীদের ডাকা হয়েছে। ৩২০ জন শিক্ষার্থী ডাক পেয়েছেন। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ডাক পেয়েছেন ১০৮ জন। নতুনভাবে মনোনীত প্রার্থীরা মাইগ্রেশনের সুযোগ পাবেন না বলে জানানো হয়েছে।
বিশেষ মাইগ্রেশনের আবেদন গত ২৫ অক্টোবর শেষ হয়। কয়েক দফায় শিক্ষার্থী ভর্তির পরও দুই ইউনিটে ৩৬৭টি আসন ফাঁকা ছিল বলে এ সংক্রান্ত নোটিশে জানানো হয়েছিল। মাইগ্রেশনের আবেদন শুরু হয়েছিল গত ২০ অক্টোবর। বিশেষ মাইগ্রেশনের পর বিষয় মনোনয়ন দিয়ে শূন্য আসন পূরণ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটের ১ হাজার ৮৯৬ আসনের মধ্যে পূরণ হয়েছে ১ হাজার ৬৯১টি। ফাঁকা ছিল ২০৫টি। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৬২টি আসন শূন্য ছিল।
বিজ্ঞান ইউনিটের সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আরো পড়ুন: প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৩১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির প্রক্রিয়াও শুরু হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৪ নভেম্বর থেকে। এ আবেদন আগামী ২৫ নভেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত চলবে। গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার আবেদন ফি হিসেবে দিতে হবে ১ হাজার ৫০ টাকা। সাধারণ ভর্তি কমিটির সভায় প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ৪ জানুয়ারি চারুকলা, ২৫ জানুয়ারি কলা, সামাজিক বিজ্ঞান ও আইন, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান এবং ৮ ফেব্রুয়ারি ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।