ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৫০ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৪, ০৪:১৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ এখনো নির্ধারিত হয়নি। ভর্তি পরীক্ষা নিয়ে আগামীকাল সোমবার (১৪ অক্টোবর) ডিনস কমিটির সভা হওয়ার কথা রয়েছে। এই সভা থেকে পরীক্ষার রোডম্যাপ তৈরি করা হতে পারে।
এ বিষয়ে ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুস সালাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি পরীক্ষা নিয়ে আগামীকাল আমাদের একটি সভা রয়েছে। সভায় পরীক্ষার তারিখ, আবেদনের সময়সীমাসহ নানা বিষয়ে আলোচনা করা হবে। এর আগে পরীক্ষার বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হবে না।’
ডিনস কমিটির একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, অন্যান্য বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তিন মাসের মধ্যে ঢাবির ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে। এবারও সেই ‘টাইমলাইন’ অনুযায়ী ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করা হতে পারে। সে হিসেবে আগামী বছরের জানুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। তবে শিক্ষার্থীদের প্রস্তুতির কথা বিবেচনায় আনলে কিছুটা পিছিয়ে ফেব্রুয়ারি মাসেও পরীক্ষা আয়োজন করা হতে পারে।
আরও পড়ুন: সাবজেক্ট ম্যাপিংয়েও কপাল পুড়ছে এইচএসসির লক্ষাধিক শিক্ষার্থীর
নাম অপ্রকাশিত রাখার শর্তে ডিনস কমিটির এক সদস্য জানান, ‘প্রচলিত নিয়ম অনুযায়ী ফল প্রকাশের তিন মাসের মধ্যে পরীক্ষা আয়োজন করতে হলে জানুয়ারি মাসেই পরীক্ষা নিতে হবে। তবে যেহেতু এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন; সেহেতু পুরোনো রীতি থেকে বের হয়ে আসা হতে পারে। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা আয়োজন করা হতে পারে। তবে এটি একেবারেই প্রাথমিক আলোচনা। কোন মাসে ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে সে বিষয়ে সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
জিপিএ, পরীক্ষার মানবন্টনসহ অন্যান্য বিষয়ে কোনো পরিবর্তন আসবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এবার ৭টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৩টি বিষয়ের ফল দেওয়া হচ্ছে সাবজেক্ট ম্যাপিংয়ে। কাজেই জিপিএসহ অন্যান্য বিষয়ে কোনো পরিবর্তন আসবে কি না সেটি এখনই বলা যাবে না। কোনো পরিবর্তন আসলে সেটি শিক্ষার্থীদের ভালোর জন্যই করা হবে বলেও জানান তিনি।’
জানা গেছে, এবারও ৪টি অনুষদের মাধ্যমে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনুষদগুলো হচ্ছে— কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ এবং চারুকলা অনুষদ। চারুকলা অনুষদ ব্যতীত অন্য ৩ অনুষদের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে— রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।