ঢাবি ভর্তির পরীক্ষায় বসছেন এক লাখ ১২ হাজার শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২২ AM , আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। প্রথমদিন ১ লাখ ১২ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবেন।
এবার ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন জমা পড়েছে সবচেয়ে বেশি। আবেদন করেছেন ১ লাখ ১২ হাজার ২৭৮ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় সময় থাকবে ১ ঘন্টা ৩০ মিনিট। এরমধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট।
ঢাকার মধ্যে এবার ৮০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব বিভাগীয় শহরগুলোতে কঠোর নিরাপত্তার সাথে প্রশ্নপত্র পৌঁছে গেছে।
আরো পড়ুন: এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ঢাবি ছাত্র নিহত, আহত আরও ১
ভর্তি পরীক্ষার সার্বিক দায়িত্বে থাকা সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান বলেন, অত্যন্ত নিরাপত্তার সাথে আমরা প্রশ্নপত্র এবং টিম পাঠিয়ে দিয়েছি। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা প্রশ্নপত্র ফাঁসের কথা বলছে বা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমরা পুলিশকে ইনফর্ম করে রেখেছি।
এদিকে আগামী ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।