ঢাবির আইবিএ ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ, পরীক্ষা ১০ ফেব্রুয়ারি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ১১:২১ AM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ১১:৩৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ। চলবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি দুপুর ৩টা পর্যন্ত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। ১০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামের ৩২তম ব্যাচে ভর্তির আবেদন শুরু হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকায় রয়েছে।
আরও পড়ুন: আইইউটির ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ, জেনে নিন যোগ্যতা
এদিকে, বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনপ্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ৯ মার্চ।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে চারটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট।