‘একক ভর্তি পরীক্ষার অধীনে সব বিশ্ববিদ্যালয়কেই আসতে হবে’

০৯ মে ২০২৩, ০২:০৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

আগামী শিক্ষাবর্ষ থেকে একক ভর্তি পরীক্ষার অধীনে সব বিশ্ববিদ্যালয়কেই আসতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. আবু তাহের। মঙ্গলবার (০৯ মে) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

অধ্যাপক আবু তাহের বলেন, ভারত, কানাডাসহ অনেক রাষ্ট্রেই একক ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম চলছে। এই পদ্ধতিতে তাদেরতো সমস্যা হচ্ছে না তাহলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা কেন হবে। আর সরকার যেহেতু চাচ্ছে এবং রাষ্ট্রপতি নির্দেশনা দিয়েছেন তাই সব বিশ্ববিদ্যালয়কেই একক ভর্তি পরীক্ষার অধীনে আসতে হবে।

এসময় তিনি আরো বলেন, এই শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হলেই ন্যাশনাল টেস্টিং ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ) গঠনসহ একক ভর্তি পরীক্ষা আয়োজনের কার্যক্রম শুরু হবে।

আরো পড়ুন: প্রকৌশল গুচ্ছের আবেদন শুরু কাল, পরীক্ষা ১৭ জুন

এদিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে একক ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতামত জানতে চেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে গত ৩০ এপ্রিল  প্রতিষ্ঠানটির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত একটি চিঠি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিকট পাঠানো হয়েছে। 

এর আগে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের অভিপ্রায় অনুযায়ী গত ১৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে আগামী শিক্ষাবর্ষ থেকে একক ভর্তি পরীক্ষার সিদ্ধান্তের কথা জানানো হয়। পরে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দায়িত্ব দেওয়া হয়।

এছাড়া, গত ০৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) একটি সভা অনুষ্ঠিত হয়। আগামী বছর থেকে দেশের সবকটি বিশ্ববিদ্যালয়ের জন্য ‘একক’ ভর্তি পরীক্ষা নেওয়ার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ)’ নামে পৃথক একটি কর্তৃপক্ষ গঠন করার কথা জানানো হয়।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9