কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ফটো
কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রমের ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৯ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত সময়সূচি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
সময়সূচি অনুযায়ী, শনিবার (১০ জানুয়ারি) থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রম শুরু হয়েছে। এটি চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। এ সংক্রান্ত ফলাফল প্রকাশ করা হবে ১৯ জানুয়ারি। এরপর ২০ থেকে ২৪ জানুয়ারির মধ্যে অনলাইনে ভর্তি ফি ১০ হাজার টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাতে ৯টায় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় কাটমার্ক নির্ধারণ করা হয়েছে ৫১.২৫। এতে প্রথম অপেক্ষমাণ তালিকায় রয়েছেন ৭ হাজার ২৬৬ শিক্ষার্থী।