জেফারের সঙ্গে রাফসানের ছবি শেয়ার করেছেন ফেসবুকে © সংগৃহীত
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বুধবার (১৪ জানুয়ারি) গায়িকা জেফার রহমানকে বিয়ে করছেন উপস্থাপক রাফসান সাবাব। সকালে গায়ে হলুদের পর সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা। এর আগেই দুজনের রোমান্টিক ছবি ফেসবুকে শেয়ার করেছেন রাফসান।
বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাফসান তিনটি ছবি শেয়ার করেছেন। এতে বিভিন্ন রোমান্টিক ভঙ্গিমায় দুজনকে ফটোশুট করতে দেখা যায়।
রাফসান ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা আমাদের যাত্রা শুরুর সাথে সাথে আপনাদের আশীর্বাদ কামনা করছি। আমাদের এ যাত্রা আমাদের বন্ধুবান্ধব, পরিবার এবং প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা। আজ আমরা একসঙ্গে সুন্দর একটি অধ্যায়ে পা রাখতে যাচ্ছি।’
আরও পড়ুন: কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
দুজনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, রাজধানীর ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দু’জনের পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ের আয়োজন চলছে। আমন্ত্রিত অতিথিদের দাওয়াতপত্রও দেওয়া হয়েছে। তাদের সম্পর্ক নিয়ে এক বছর ধরেই নানা ধরনের গুঞ্জন চলছিল। তবে তারা নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়ে আসছেন।
রাফসান ২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এবার সব গুঞ্জনের অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন জেফার ও রাফসান।