ধানের শীষ দিয়ে বরণ করার ব্যতিক্রমী আয়োজন © সংগৃহীত
চট্টগ্রামে ছাত্রদল নেতার বিয়ের অনুষ্ঠানে অতিথিদের ফুলের পরিবর্তে ধানের শীষ দিয়ে বরণ করার ব্যতিক্রমী আয়োজনের ঘটনা ঘটেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানের প্রবেশপথে দাঁড়িয়ে ছাত্রদল নেতা ও তার স্ত্রী অতিথিদের ফুলের পরিবর্তে ধানের শীষ হাতে তুলে দিচ্ছেন।
জানা গেছে, ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম ইপিজেড থানা ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ সাহেদ। সাধারণত বিয়ের অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করার প্রচলন থাকলেও, তার বিয়েতে ধানের শীষ দিয়ে বরণ করাকে নতুনত্ব হিসেবে দেখছেন অনেকে।
বিয়ের অনুষ্ঠানে ফুলের বদলে ধানের শীষ উপহার দেওয়ার বিষয়ে নুর মোহাম্মদ সাহেদ গণমাধ্যমকে জানান, ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি গণতন্ত্রের প্রতীক। সেই ভাবনা থেকেই তিনি ফুল না দিয়ে অতিথিদের ধানের শীষ দিয়ে বরণ করেছেন।
তিনি বলেন, ‘ধানের শীষ আমাদের গণতন্ত্রের প্রতীক। তাই আমি ফুলের পরিবর্তে এই প্রতীকটিকেই গুরুত্ব দিয়েছি।’
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, সাধারণত বিয়ের অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করার রীতি থাকলেও ছাত্রদল নেতা সাহেদের বিয়েতে ধানের শীষ উপহার দেওয়ার বিষয়টি একেবারেই নতুন এবং ব্যতিক্রমী।