বাংলাদেশে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে মোদিকে চিঠি এআইএমএসএ’র

২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ PM
বাংলাদেশের মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে এআইএমএসএ

বাংলাদেশের মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে এআইএমএসএ © সংবাদ প্রতিদিন

বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছে সর্বভারতীয় মেডিক্যাল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএমএসএ)। এতে তার কাছে শিক্ষার্থীদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে জরুরি হস্তক্ষেপ চাওয়া হয়েছে। দেশটির গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোদির উদ্দেশে চিঠিতে এআইএমএসএ লিখেছে, বাংলাদেশে যেসব ভারতীয় পড়ুয়া আটকে আছেন, তাঁদের পরিবারের থেকে লাগাতার উদ্বেগজনক বার্তা আসছে। সেখানে থাকা পড়ুয়ারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় সেখানে থাকা পড়ুয়াদের মধ্যে ভয়, উৎকণ্ঠা ও মানসিক উদ্বেগ বাড়িয়েছে। এ পরিস্থিতিতে মেডিকেল পড়ুয়াদের নিরাপত্তা, সুস্থতারর জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে অবিলম্বে জরুরি হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

সরকারের উদ্দেশে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা বিদেশে ডাক্তারি পড়তে যান, তাঁদের প্রত্যাশা থাকে বিপদের সময়ে সরকার তাঁদের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। সে কারণে প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদন, তিনি যেন পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশে ভারতীয় দূতাবাস ও অন্যান্য মিশনের সঙ্গে সমন্বয় রেখে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

আরও পড়ুন: একটি ইসলামী দলের সঙ্গে সমঝোতা, যে চার আসনে প্রার্থী দিচ্ছে না বিএনপি

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশে ভ্যাপক বিক্ষোভ হয়। গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। ১৮ ডিসেম্বর সেখানেই মৃত্যু হয় তাঁর। এ ঘটনার পর উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। এ পরিস্থিতিতে ভারতীয় মেডিকেল পড়ুয়াদের জন্য সাহায্য চেয়ে মোদিকে চিঠি লিখল এআইএমএসএ।

বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫