হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য দেখতে চেয়েছিলেন ভিপি প্রার্থী ইমি

১৯ আগস্ট ২০২৫, ০১:৪০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১০:১০ PM
শেখ তাসনিম আফরোজ ইমি

শেখ তাসনিম আফরোজ ইমি © সংগৃহীত

দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শামসুন্নাহার হল সংসদের ভিপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি। স্বতন্ত্র প্যানেল থেকে জয়ী হওয়া সেই ইমি এবার বাম গণতান্ত্রিক ছাত্র জোটের প্রার্থী ডাকসুর ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বামপন্থি ছাত্র সংগঠনগুলো মোর্চা সংশ্লিষ্ট গণতান্ত্রিক ছাত্র জোটের ঘোষিত প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসু এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর জাবির আহমেদ জুবেল। সোমবার (১৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে তাদের এই প্যানেল ঘোষণা করা হয়।

প্যানেল ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন ইমি। এর কারণ, ২০১৯ সালে ডাকসু নির্বাচনের পর এক টেলিভিশন টকশোতে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও ফের ভাইরাল হয়েছে। সেই আলোচনায় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন। তার এই সম্মতিকে কেন্দ্র করে তৎকালীন ভিপি নুরুল হক নুর প্রকাশ্যে আপত্তি জানান। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর তৎকালীন জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীও।

আরও পড়ুন: ছাত্রদলের প্যানেলে প্রার্থী নির্বাচনে চলছে চুলচেরা বিশ্লেষণ

টকশোতে ইমিকে বলতে দেখা যায়, ‘আমার হলে যেহেতু নির্বাচন সুষ্ঠু হয়েছে, কয়েক জায়গায় হয়নি এটি আমাকে মানতে হবে, কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন, এবং তাকে যেহেতু আন্তরিক দেখেছি আমরা, ডাকসু নির্বাচনটি যেহেতু সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হয়েছে, তার আন্তরিকতা ছাড়া কিন্তু এটা সম্ভব ছিল না। তিনি আমাদের গণভবনে ডেকে যে আতিথেয়তা দিয়েছেন, অন্তত কৃতজ্ঞতাবশত হলেও তাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা উচিত।’

পরবর্তীতে ওই বছরেরই ৩০ মে ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হয়। তবে এ সিদ্ধান্তে ভিপি নুরুল হক নুর এবং ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন সমর্থন দেননি। আখতার হোসেন বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভাইরাল হওয়া পুরাতন এ ভিডিওটি সম্পর্কে শেখ তাসনিম আফরোজ ইমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘১৯ সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার ব্যাপারে আমার বক্তব্যের কিছু খন্ডিত অংশ দেখলাম প্রচার করা হচ্ছে। অনেকেই এই ব্যাপারে আমার বর্তমান অবস্থান জানতে চাচ্ছেন। আমার অবস্থান আমি খুব পরিষ্কারভাবে জানাতে চাই। আমি নিরপরাধ মানুষ এবং ছাত্রখুনের নির্দেশ দাতার সর্বোচ্চ বিচার চাই। ফুলস্টপ।’

 

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫