শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ AM
সাভারের গেন্ডা কবরস্থান মাঠে শীতার্ত দুস্থদের মাঝে ২০০ পিস কম্বল বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মেহেরাব সিফাত।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে ৫০০০ কম্বল প্রদান কর্মসূচীর প্রথম পর্ব হিসেবে ২০০ পিস কম্বল বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, এনসিপি মধ্যপন্থী দল ছিলো, আছে ও থাকবে। ভোটের মাঠে নির্বাচনকালীন জোট তাদের আদর্শে কোনো প্রভাব ফেলবেনা। সংসদে গিয়ে এনসিপি গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের আকাঙ্খা নিয়েই লড়াই করবে।
কর্মসূচিতে এসময় আরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার এনসিপি সদস্য আলেক মোহাম্মদ নান্নু ও সাভার উপজেলার জাতীয় যুবশক্তি মো. বিপ্লব শেখ।