নদীতে ভাসছিল স্কুলশিক্ষিকার মরদেহ

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ PM
ঘাঘট নদীতে স্কুলশিক্ষিকার ভাসমান মরদেহ দেখতে পাযন স্থানীয় লোকজন

ঘাঘট নদীতে স্কুলশিক্ষিকার ভাসমান মরদেহ দেখতে পাযন স্থানীয় লোকজন © টিডিসি

গাইবান্ধার ঘাঘট নদী থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পূর্ব কোমরনই মিয়া পাড়ার ঘাঘট নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই স্কুলশিক্ষিকার নাম তাসমিন আরা নাজ (৪৪)। তাসমিন গাইবান্ধা এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। 

তাসমিন সম্প্রতি আসাদুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বদলি হয়ে এই বিদ্যালয়ে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। তার পরিবার গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নাজির হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন এবং আর ফিরে আসেননি। তাকে না দেখে পরিবার ও আত্মীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুরের দিকে ঘাঘট নদীতে তার লাশ ভাসতে দেখা যায়। এটি নিয়ে এলাকায় শোক ও আলোচনার ঝড় উঠেছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম তালুকদার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫