ডোবা থেকে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- বরগুনা প্রতিনিধি
- প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ PM
বরগুনার বামনায় মো. আজিজুল (২২) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খোলপটুয়া ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামের ঈদগাহ মাঠের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজিজুল উপজেলার তালেশ্বর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ হাওলাদার নিশ্চিত করেন, ‘দুর্বৃত্তরা চালক আজিজুলকে গলাকেটে হত্যা করেছে এবং তার অটোরিকশা নিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।’
আরও পড়ুন: ভোট গণনা চলছে প্রথাগত পদ্ধতিতে, সাড়ে ১৫ ঘণ্টায় শেষ হলো ১১ হল
স্থানীয় এক বাসিন্দা জানান, রাতের দিকে হঠাৎ পানিতে কিছু ফেলার শব্দ শুনে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে রাস্তায় রক্ত দেখতে পান। ডাকচিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন এবং ডোবার মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পাথরঘাটা-বামনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী জানান, পুলিশ ও নৌবাহিনী সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে। খুনের রহস্য উদঘাটনে কাজ চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতিও চলছে।