এক পরীক্ষায় শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা করছে ঢাবি

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান  © সংগৃহীত

আগামীতে একটি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বৃহস্পতিবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসের ফেসবুক লাইভে এসে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করে তিনি।

তিনি বলেছেন, আগামীতে আমাদের পরিকল্পনা আছে উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মতো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল বিবেচনা না করে শুধুমাত্র স্ট্যান্ডার্ড একটি পরীক্ষা নিয়ে কীভাবে ভর্তি করানো যায়। সেটি নিয়ে এখন আমরা ভাবছি। ডিনদের বলেছি। ওনারও ভাবছেন। উপায় বের করার চেষ্টা করছি।

ভিসি বলেন, আমরা চিন্তা করছি আগামীতে শিক্ষার্থীরা শুধু একটি পরীক্ষা দেবে। এরপর সেখান থেকে সে বিভিন্ন বিভাগে যাবে। তাহলে অনেক শিক্ষার্থীকে আমরা ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ করে দিতে পারবো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও নানা পরিবর্তন আসছে। সেগুলোর পরে আমরা ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবো।

আরও পড়ুন- ভর্তি পরীক্ষায় আসন কমানো নিয়ে যা বললেন ঢাবি ভিসি 

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় সকলকে যদি সুযোগ করে দেয়া যেতো নিঃসন্দেহে সেটি অনেক আনন্দের বিষয় হতো। অনেকেরই প্রত্যাশা পূরণ করা যেতো। কিন্তু বাস্তব অবস্থা কিছুটা ভিন্ন হয়। যার কারণে কাট মার্ক রাখতে হয়। সেটিও যৌক্তিকতার কারণে।

ঢাবি ভিসি বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যে ফলাফল হয় সেটির কোনো না কোনো জায়গায় আমাদের আস্থা রাখতে হয়। কাট মার্ক দিলে অনেক ভিড় এড়ানো যায়। তবে সেটির মানে এই নয় কাট মার্কের নীচে যারা আছে তাদের মধ্যে মেধাবী শিক্ষার্থী নেই। এ কথা বলা যাবে না।


সর্বশেষ সংবাদ