ছুটি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাজশাহীতে বিক্ষোভ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ  © টিডিসি ফটো

আগামী ১ জুনের মধ্যে দেশের সব ধরনের শিক্ষপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর ছুটি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। আজ বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন। ছাত্র শিক্ষক বেধেছে জোট, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক, দাবি মোদের একটাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই”- স্লোগানে মুখর দেখা গেছে। বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে অনুষ্ঠিত এক সমাবেশে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জোর দাবি জানান।

পড়ুন: ১ জুনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে আলটিমেটাম

বক্তারা শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, গতকাল শিক্ষামন্ত্রীর দেওয়া সংবাদ সম্মেলনের বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তার বক্তব্যে চরম দায়িত্বহীনতা ও শিক্ষা বিধ্বংসী মনোভাব ফুটে উঠেছে। এছাড়া শিক্ষার্থীরা এই বক্তব্য প্রত্যাখ্যান করার পাশাপাশি লাগাতার আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তারা।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইশতিয়াক আহম্মেদ, জান্নাতুল সাবিরা, রাবি শিক্ষার্থী মহব্বত হোসেন, নয়ন, মতিউর রহমান, আরিফুল ইসলাম, মাহফুজ আনাম, ইয়াদুল হক, রাকিব হাসান ও জাহিদ হোসেন, নিউ গভ ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাদিম সিনা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী মায়া আনজুম প্রমুখ।

এর আগে, গত তিনদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন ও প্রতীকী ক্লাসসহ বিভিন্নভাবে আন্দোলন করে আসছে নগরীর এই শিক্ষার্থীরা।

পড়ুন: রাস্তায় শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আহ্বান জানিয়ে রাবি অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ বলেন, এভাবে দিনের পর দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা চরমভাবে বিষন্নতায় ভুগছে। প্রতিনিয়ত তারা মানসিক পীড়ার মুখোমুখি হচ্ছে। এ অবস্থার অবসান ঘটিয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।


সর্বশেষ সংবাদ