ঢাবি ক্যাম্পাসে প্রায় ১৫০০ কম্বল বিতরণ শিবিরের © সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে প্রায় দেড় হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হল ও অন্যান্য এলাকায় গত এক সপ্তাহ ধরে চলে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম।
সংশ্লিষ্ঠরা জানায়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে চাহিদার আলোকে শিবিরের উদ্যোগে শীতবস্ত্রগুলো পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি আবাসিক হলগুলোর কর্মচারী বিশেষ করে যারা নৈশ প্রহরী হিসেবে দায়িত্বপালন করেন তাদের মাঝে এবং টিএসসি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত দোকানসমূহে কর্মরতদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি কাজী আশিক উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণকালে তিনি শিক্ষার্থী ও অন্যান্যদের খোঁজখবর নেন। এসময় তিনি বলেন, এবছর শীতের প্রকোপ বেশী হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী, কর্মচারী ও দোকান কর্মচারীরা শীতে অনেক কষ্ট পাচ্ছেন। তাদের কষ্ট লাঘবে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ছাত্রসংগঠন সমূহ ও অ্যালামনাই সহ সকলেরই এগিয়ে আসা দরকার।