চবির শাটল ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

চবি স্টেশনে শাটল ট্রেন
চবি স্টেশনে শাটল ট্রেন  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কাটা পড়ে সাদা ভান্ডারি নামের ষাটোর্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সেখানে থাকা শিক্ষার্থীরা ওই বৃদ্ধকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাদা ভান্ডারির বাড়ি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সাউথ ক্যাম্পাস এলাকায়। 

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বিকেল ৪টা ২০ মিনিটে ক্যাম্পাস থেকে শহরগামী ট্রেনটি চবি স্টেশনে পৌঁছালে চলন্ত অবস্থায় নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান ওই ব্যক্তি। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফি নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, শহর থেকে আসা ট্রেনটি স্টেশন তলায় আসা মাত্র লোকটি লাফ দিয়ে নামার চেষ্টা করলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। পরবর্তী সময়ে সবাই চেষ্টা করে তাকে বের করা হয়। লোকটির অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল।

আরেক শিক্ষার্থী আফসানা ফজলুল জেরিন ফেসবুকে লেখেন, ‘ট্রেনটি স্টেশনে আসার পরপর লোকটা নামছিল। তখনও ট্রেন গতিশীল ছিল। তিনি পড়ে যান ফাঁকা জায়গাটায়। তার উপরেই ট্রেন কিছুক্ষণ গতিশীল ছিল। পরে শিক্ষার্থীদের সহায়তায় ওনাকে সেখান থেকে তুলে মেডিকেল পাঠানো হয়।’

এ বিষয়ে চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, লোকটি ট্রেনের নিচে কাটা পড়েন। কয়েকজন শিক্ষার্থী তাকে মেডিকেল সেন্টারে নিয়ে এলে ডাক্তার মৃত অবস্থায় দেখেন। পরে তাকে হাটহাজারী উপজেলা হাসপাতালে পাঠানো হয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘আমি জানতে পেরেছি, সাদা ভান্ডারি নামের রেলওয়ে কলোনির এক ব্যক্তি ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান। পরে তাকে মেডিকেলে নেওয়া হয়েছে। আমি বিস্তারিত খবর নেওয়ার চেষ্টা করছি।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence