দেশকে ধ্বংস করার পিছনে কিছু ফ্যাসিবাদী সাংবাদিকও জড়িত ছিল: চবি উপ-উপাচার্য

০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ AM
চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন

চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেছেন, রাষ্ট্রকে সঠিক পথে রাখতে সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বিগত সময়ে দেশকে ধ্বংস করার পেছনে কিছু ফ্যাসিবাদী সাংবাদিকও জড়িত ছিলেন। এখনো উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশিত হয়। সাংবাদিকদের দায়িত্ব সঠিক তথ্য অনুসন্ধান করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হলেও ক্ষেত্র বিশেষ দেখা যায় তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হন।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মেরিন সাইন্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

অধ্যাপক শামীম উদ্দিন খান আরও বলেন, প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং সত্য যাচাই করে সংবাদ প্রকাশ করতে হবে। তিনি সাম্প্রতিক একটি পত্রিকার প্রতিবেদন প্রসঙ্গে বলেন, ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে চবি প্রশাসন পদ সৃষ্টি করার আগেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অথচ বাস্তবে পদটি বহু আগেই সৃষ্টি করা হয়েছিল এবং দুই বছর আগে সাবেক উপাচার্য শিরীন আক্তার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। তিনি বলেন, “আমি বলবো, আপনারা তথ্য-প্রমাণ যাচাই করে সংবাদ করুন। প্রয়োজনীয় সব তথ্য আমরা দেব।”

চবিসাসের সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্রের সঞ্চালনায় এবং সভাপতি জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী, চবিসাসের সাবেক সভাপতি ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নীপু, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল হক, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র উপদেষ্টা ড. আনোয়ার হোসেন, অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন, চবি শাখা ছাত্রদল, ছাত্রশিবির, চাকসু ও হল সংসদের নেতারা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনাকে সামনে রেখে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রাথমিকের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি
  • ২১ জানুয়ারি ২০২৬
এক নজরে দেখুন ২০ গ্রেডের প্রস্তাবিত বেতন স্কেল
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল কখন, জানালেন ডিজি
  • ২১ জানুয়ারি ২০২৬
ভোটেই হারল বাংলাদেশ, বিশ্বকাপে বিকল্প আলোচনায় যে দল
  • ২১ জানুয়ারি ২০২৬
এমবিবিএস-বিডিএসের নবীন ছাত্রীদের বরণ করল ছাত্রীসংস্থা
  • ২১ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের আবেদন, যা বললেন চেয়ারম্যান
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9