রাবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস‘ উপলক্ষ্যে আলোচনা সভা

১৬ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ PM
রাবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস‘ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

রাবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস‘ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত © সংগৃহীত

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস‘ উপলক্ষ্যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলামের সঞ্চালনায় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের মানুষ গণতন্ত্র, মুক্তচেতনা ও জাতীয় চেতনায় ঐক্যবদ্ধ হয়েছিল। এই জাতীয় বিপ্লবের মধ্য দিয়ে জনগণের মাঝে দেশপ্রেম, দায়িত্ববোধ ও দেশের প্রতি আন্তরিক ভালোবাসা প্রতিফলিত হয়েছিল।

তিনি আরও বলেন, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান উল্লেখ করেছেন— ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল এই দেশের শত্রু-মিত্র চেনার দিন। বর্তমানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সব জনগণ আজ ঐক্যবদ্ধ রয়েছে।

সুলতান আহমেদ রাহী অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর অনেকেই ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। এমন মুনাফেকি কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, যে দল ৭ নভেম্বরের মতো একটি ঐতিহাসিক দিন উপহার দিতে পারে, সেই দলকে সংস্কার শেখানোর প্রয়োজন নেই। যে নেতা সকল বাধা অতিক্রম করে বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ যুক্ত করতে পারেন, সেই নেতার দলকে ইসলাম শেখানোরও দরকার হয় না।

তিনি বলেন, ৭ নভেম্বরের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি ভঙ্গুর দেশকে বিশ্বের কাছে একটি মর্যাদাবান স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। অথচ যারা জামায়াতের মতো কখনো দুই-তিনটির বেশি আসনে জয়লাভ করতে পারেনি, তারা আজ সংস্কারের কথা বলে।

একসময় যখন প্রায় সব রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল, তখন আওয়ামী লীগসহ জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে সরকার গঠনের জন্য যখন ১৫১টি সংসদীয় আসন প্রয়োজন, তখন সেই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

তিনি আরও বলেন, দেশের হতাশাগ্রস্ত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে পাঠিয়ে তাদের স্বাবলম্বী করেছিলেন শহীদ জিয়া। এতে তারা শুধু কর্মজীবী মানুষে পরিণত হননি, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও স্বয়ংসম্পূর্ণতায় পৌঁছেছিল।

সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, যে দল ৭ নভেম্বর আনতে পারে, যে দল সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ লিখতে পারে সেই দলকে অন্য কোনো দল এসে সংস্কার বা ধর্ম শেখাবে, তা হতে পারে না।

আলোচনা সভার সভাপতি হিসেবে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবি শাখার সভাপতি আব্দুল আলীম বলেন, আজকের এই আলোচনা সভা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্বকে স্মরণ করার জন্যই আয়োজন করা হয়েছে। ৭ নভেম্বরের সেই বিপ্লব ও সংহতির রূপকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর দূরদৃষ্টি, নেতৃত্বগুণ এবং দেশপ্রেমই বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল।

আলোচনা সভায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অন্তর্ভুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এআই যুগে সঠিক তথ্য খুঁজে দেবে গুগলের নতুন সেটিং
  • ১০ জানুয়ারি ২০২৬
শীতকালকে মুমিনের বসন্তকাল বলা হয় কেন?
  • ১০ জানুয়ারি ২০২৬
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
  • ১০ জানুয়ারি ২০২৬
ইরানের বিক্ষোভ ছড়িয়েছে ৩১ প্রদেশে, ইন্টারনেট বন্ধের মধ্যে ন…
  • ১০ জানুয়ারি ২০২৬
শনিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান
  • ১০ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায়, স্বেচ্ছাসেবক দল নেত…
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9