ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি © টিডিসি সম্পাদিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোষাধ্যক্ষ বাংলো সংস্কারের নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রচারিত হয়েছে। প্রকৃতপক্ষে, কোষাধ্যক্ষ বাংলো সংস্কারের কোনো কাজ শুরু হয়নি এবং এখন পর্যন্ত কোনো টাকাও খরচ হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (২৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘প্রকাশিত গুজবের প্রতিবাদ’ শীর্ষক ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষের বাংলো সংস্কার বাবদ ৪০ লাখ টাকা ব্যয়’ শীর্ষক একটি খবরের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, কোষাধ্যক্ষ বাংলো সংস্কারের কোনো কাজ শুরু হয়নি এবং এখন পর্যন্ত কোনো টাকাও খরচ হয়নি।